রাশিয়ার হানাদারিতে ইউক্রেনে ১৪৫ শিশুর মৃত্যু

ইউক্রেনে রাশিয়ার হানাদারির জেরে কমপক্ষে ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। আহত প্রায় ২২২। এমন রিপোর্ট প্রকাশ্যে আসতে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর কিভে বিস্ফোরণের জেরে ৬৯ জনের মৃত্যু এবং আহতের তালিকায় নাম উঠে আসে।

ডোনেত্‍স্কে বিস্ফোরণের জেরে সেই সংখ্যা দাঁড়ায় ৫৪-তে। খারকিভে আহত এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে ৪৯ জন শিশু। সবকিছু মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার হানাদারির পর এক মাস পার হতে না হতেই একের পর এক চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসতে শুরু করেছে।

মার্চ ৩০.২০২১ at ১৪:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রানি/রারি