‘বীর নিবাস পর্যবেক্ষণে ইউএনও

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গড়ে উঠছে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাগণের জন্য ‘বীর নিবাস’। সেই ঘর গুলোর নিয়মিত খোঁজ খবর রাখছেন আর সময় পেলেই দেখতে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।

তিনি আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, উপজেলায় নির্মিত হচ্ছে ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবারের মৌলিক চাহিদা পুরণের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মুজিব বর্ষের ঘর।

আরো পড়ুন :
স্কুল শিক্ষকের বিরুদ্ধে সড়কের গাছ বিক্রির অভিযোগ
গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের শাখা উদ্বোধন

কঠোর নজরদারি রাখা হচ্ছে কাজের দিকে। এই ঘর নির্মান কাজ দ্রুত ও সঠিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে।

এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন,উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্বাগন ও সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত লোকজন।

ফেব্রুয়ারী ১০.২০২১ at ২১:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাআভুঁ/রারি