থানচিতে মালবাহী ট্রাক উল্টে চালকসহ আহত ৩

বান্দরবানে থানচিতে সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে মালবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে  ট্রাক চালকসহ তিন জনের আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুর নাগাদ উপজেলা সদর হতে ১ কিঃমিঃ দুরে নাইন্দারী পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ট্রাক চালক বেলাল হোসেন (৪৬), থুইসাঅং মারমা (৪৯) ও বিবন্দ্র বড়ুয়া (৭০) আহত হন।

স্থানীয়রা জানান, দুপুর নাগাদ জেলা সদর হতে থানচি উপজেলা আসার সড়কে নাইন্দারী পাড়া নামক স্থানে টার্নিং পয়েন্টে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়ায় ট্রাকের ভিতরে আহত অবস্থা থাকা চালকসহ তিনজনকে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

এদিকে আহতরা জানান, বোতলজাত পানীয় কোম্পানি (ইস্পা কোম্পানি) ঢাকা মেট্রো ড ১৪-৮৪০১ নং মিনি ট্রাকটিতে ইম্পা কোম্পানি পানীয় বোতল ভর্তি কক্সবাজার হতে বান্দরবান হয়ে থানচিতে আসছিল। থানচি পৌছার পূর্বে নাইন্দারী নামক স্থানে টার্নিং পয়েন্টে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুর্ঘটনা কবলিত হয়।

আরো পড়ুন :
শীতে পায়ের গোড়ালি ফাটলে যা করবেন
মুরাদের বাসায় পুলিশ, স্ত্রীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রুমা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায়  আহত অবস্থায় চালকসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ি চালক গুরুতর অবস্থা হাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার শেষে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আইন শৃঙ্খলা বাহিনীসহ বিজিবি, সেনাবাহিনী ও স্থানীয়রা ট্রাকের ভিতরে আহত অবস্থায় থাকা চালকসহ তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা স্বাভাবিক, তবে গাড়ি চালক গুরুতর অবস্থা হওয়ায় তাকে বান্দরবানে রেফার করা হয়েছে বলে জানান তিনি।

জানুয়ারি ০৬.২০২১ at ১৯:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/চিঅমা/রারি