আংশিক লকডাউনের প্রথম দিনে হাওড়া স্টেশনে ভিন্ন চিত্র

ভারতের পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। হঠাৎ করেই করোনার এই ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছে রাজ্যের জনগণ। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে আরোপ করা হয়েছে বিধিনিষেধ।

আরো পড়ুন:
‘ওমিক্রন’ মোকাবিলায় যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
মতলব উত্তরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আংশিক লকডাউনের প্রথম দিনে হাওড়া স্টেশনে বা স্টেশন চত্বরে ভিন্ন চিত্র, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে আংশিক লকডাউন, সন্ধ্যা সাতটা থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে, সকাল থেকেই হাওড়া স্টেশনে বা স্টেশন চত্বরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অর্ধেক যাত্রী নিয়ে যানবাহন চলবে বলে ঘোষণা এসেছে, ভিড় এড়াতে সবাই আগে যাবার চেষ্টা করলে ভিড় আরো বেড়ে যায়। এ অবস্থায় সংক্রমণ কতটা আটকানো যাবে? প্রশ্ন থেকে যায়।

জানুয়ারী ০৪.২০২২ at ১৬:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সদসর/জআ