গুরু গোবিন্দ সিং এর ৩৫৬তম জন্মদিনে শোভাযাত্রা

গুরু গোবিন্দ সিং এর ৩৫৬তম জন্মদিন। এই জন্মদিনকে উপলক্ষ করে একটি বিরাট শোভাযাত্রা বের হয়, সমস্ত জায়গার শিখ সম্প্রদায়ের মানুষ ও শিষ্যরা শোভা যাত্রায় পা মেলান, প্রশাসনের মাধ্যমে শোভাযাত্রা শুরু করেন।

আরো পড়ুন:
পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
রাণীশংকৈলে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সমস্ত রকম রীতিনীতি মেনে, এমনকি শোভাযাত্রার আগে আগে শিখ সম্প্রদায় ঝাড়ুর মাধ্যমে রাস্তা পরিষ্কার করে গঙ্গাজল গুরুদেব কে আহবান জানান। একটু একটু করে গুরুদেবের গাড়ি এগোতে থাকে। শোভাযাত্রা শুরু হয় রাজবিহারী থেকে ভবানীপুর, রবীন্দ্র সদন, ধর্মতলা মোড় হয়ে বড় বাজারে গিয়ে শেষ হয়। রাস্তার দুধারে অগণিত দর্শক এই শোভাযাত্রা দেখার জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু করোনা বেড়ে যাওয়ায় সরকারি নিষেধাজ্ঞা কিছুটা হলেও লোপ পেয়েছে শোভাযাত্রায়, বেশিরভাগ শোভাযাত্রায় শিশু থেকে মহিলা ও পুরুষদের মুখে ছিল না মাক্স।

জানুয়ারী ০৩.২০২২ at ১০:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সরশদ/মক