নওগাঁর হাটকালুপাড়া ইউপির ফলাফল প্রত্যাখান, পুন:নির্বাচনের দাবীতে মানববন্ধ

নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়নে নির্বাচনের ফলাফল প্রত্যাখান, পুন:নির্বাচনের দাবিতে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়শিমলা মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে কারচুপির এ ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবী জানান তারা।

আরো পড়ুন:
বগুড়া কাহালুতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যবই বিতরণ

ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী রেজাউল করিম ভোলা বলেন, মেম্বার প্রার্থীদের ভোট গণনার ফলাফল ঘোষণা না দিয়ে কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাগণ ব্যালেটগুলো বস্তাবন্দী করে নিয়ে চলে যায়। পরে প্রতিপক্ষ প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে নানা রকম কারচুপীর মাধ্যমে প্রতিপক্ষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। তাই তিনি ও এলাকাবাসী পুনরায় নির্বাচনের দাবি জানান। এসময় মেম্বার প্রার্থী রেজাউল করিম ভোলা সহ এলাকার প্রায় ৫শতাধিক এবং ওই ওয়ার্ডের নারী ও পুরুষ ভোটার ও স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

জনুয়ারী ০১.২০২২ at ১৩:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সর/মক