জাতীয় কংগ্রেসের ১৩৭তম প্রতিষ্ঠা দিবসে প্রতিবাদ মিছিল

জাতীয় কংগ্রেসের ১৩৭তম প্রতিষ্ঠা দিবসে প্রতিবাদ মিছিলে যোগদান করেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস, কংগ্রেস কর্মীরা। তারা নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে জমায়েত হয়ে নেতাজি মেট্রো ভবন থেকে শুরু করে রবীন্দ্র সদন, এক্সাইড মোড় হয়ে ইন্দ্রাগান্ধী মূর্তির সামনে এসে শেষ করেন। পরে ইন্দিরাগান্ধীর মূর্তিতে ফুল দেয় এবং এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন।

কলকাতা পৌরসভা নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হয়নি, ছাপ্পা, প্রক্সি ,বুথ দখল ,আশ্রয়ে এই জয়ের শপথ গ্রহণ বয়কট করার ডাক, মেয়র হিসেবে পুনরায় নতুনভাবে শপথ নেবেন মাননীয় ববি হাকিম মহাশয় কলকাতা পৌরসভায়।

তারা আরও বলেন কংগ্রেস ১৩৭ বছর ধরে এই ভাবে একটু একটু করে এগিয়ে চলেছে, তারা লুট করে কোনদিন ভোট নেয়না, কোনদিন দেখি না এইভাবে ভোট লুট হতে এবং প্রক্সি ভোট দিতে , প্রক্সি ভোটে জিতে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, নিজেদের জয় ছিনিয়ে নিয়েছেন। তাই আমরা এর প্রতিবাদ করছি , সাধারণ মানুষকে ন্যায্য ভাবে ভোট দিতে দেয়নি, তাই পৌরসভায় শপথ গ্রহণের দিনে যেন অন্যান্য দলের কর্মীরা বয়কটে শামিল হন।

ডিসেম্বর ২৯.২০২১ at ১৬:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শদসম/জঅ