লঞ্চে অগ্নিকান্ডে এখনও পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুনে এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হতাহতের ঘটনায় নদী তীরে ও হাসপাতালে স্বজনরা ভিড় জমাচ্ছে। থামছে না স্বজনদের আহাজারি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ২টার দিকে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামের কাছে সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন লেগে যায়।

পাঁচশো যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠিতে এ দুর্ঘটনা ঘটে। সকালে কুয়াশার জন্য উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। লঞ্চে আগুনে এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে লঞ্চের নিচতলার ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড ধোঁয়ায় যাত্রীদের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়। অনেকেই সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। এতে অনেক শিশু ও বৃদ্ধ নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে গরম কাপড়ের ব্যবস্থা করে দেন।

ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও কোস্টগার্ডের সদস্যরা জানান, সুগন্ধা নদী থেকে তারা নয় জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছেন।

ঘটনাস্থল থেকে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।