স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিল্পীদের গানে নাচলো পেকুয়াবাসী

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের গানে গানে নাচলো পেকুয়াবাসী। ১৫ ডিসেম্বর বিকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে কক্সবাজারের বেন্ড শো, স্থানীয় শিল্পী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে গায়ে এবং ন্যাচে দর্শকদেরকে মাতিয়ে তুলেন।

এ সময় উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এম শাহজাহান চৌধুরী, পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, উপজেলা সাব রেজিস্ট্রার মুবিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক কাজীউল ইনসান, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী, পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, শীলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, পেকুয়া থানার এস আই নাদের শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ।

আরো পড়ুন:
গৌরবময় বিজয়ের সুবর্ণজয়ন্তী
রাঙ্গুনিয়ায় প্রত্যাশীর নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল, ডিরেক্টর মনির উদ্দিনসহ বিভিন্ন পেশাজীবির লোকজন। গান শুরু হওয়ার সাথে আনন্দ উপভোগ করতে দর্শকগ্যালারী পরিপূর্ণ হয়ে যায় মহিলা পুরুষ এবং তরুন-তরুনীরা। শিল্পীদের গানের তালে তালে নেচে দর্শক গ্যালারী মাতিয়ে তুলে স্থানীয় যুবকরা। তবে গান শুরু হলে পুরুষ মহিলা সারি কন্ট্রোল করতে পেকুয়া থানার পুলিশকে হিমশিম খেতে হয়েছে। এদিকে দীর্ঘ দিন দেশ এক মহামারী করোনা ভাইরাসের কারণে কঠিন সময় পার করলেও সেই ভয় কে উপেক্ষা করে এ মঞ্চে মেয়েদেরকে দিয়ে নাচ আর গান করালেন খোদ পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা। মানুষ কে আনন্দ দিলেন এ কর্মকর্তা। তবে এশার নামাজের সময়ও এই গান চালু রাখলেন তিনি।

এ দিকে খোঁজ নিয়ে জানা যায়, এ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান, বনিক সমিতি, ইটের বীক ফিল্ড সহ নানা প্রতিষ্ঠান থেকে মোটাংকের চাঁদা আদায় করে এ আয়োজন করলেন খোদ পেকুয়ার ইউএনও।পূর্বিতা চাকমা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আয়োজন কে ঘিরে আনন্দ উল্লাস করে মাতিয়ে দিলাম পেকুয়া বাসীকে। এটি জাতীয় অনুষ্ঠান।

ডিসেম্বর ১৬.২০২১ at ১০:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দপ/মক