বর ৪৪ ইঞ্চি আর কনের উচ্চতা ৩৩ ইঞ্চি

আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মির উচ্চতা ৩৩ ইঞ্চি। অন্য সব স্বাভাবিক মানুষের মতো জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন । দুই পরিবারের সম্মতিতে এক লাখ টাকা দেনমোহরে জাঁকজমকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

আল আমীন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল হামেদের ছেলে। আর সাম্মি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মো. শাহজাহান মিয়ার কন্যা।

আরো পড়ুন:
হঠাৎ করে কোটিপতি হলেন অ্যাম্বুলেন্স চালক
হাইপারসনিক বিমান তৈরী করছে চীন

জানা গেছে, আল আমীনের দুই ভাই বিয়ে করে সংসারি হলেও সে খর্বাকৃতির হওয়ায় তাকে নিয়ে পরিবার চিন্তিত ছিল। অপরদিকে মেয়ের জন্য কোনো বর পাচ্ছিলেন না শাহজাহান মিয়া। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়।

উভয় পরিবারের লোকজনসহ পাড়া প্রতিবেশী সবাই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান। বৌ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শতশত মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান।

বরের বাবা আব্দুল হামেদ বলেন, আশা করি আল্লার রহমতে পুত্র ও পুত্রবধূ সুখেই থাকবে। আল আমিন ও শাম্মি জানান, পারিবারিকভাবে তাদের দুইজনের এ বিয়েতে তারা খুশি ।

ডিসেম্বর  ১২.২০২১ at ১৫:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আস/ইসন