কালিয়া দুটি ভোট কেন্দ্র দখলের চেষ্টা নৌকা প্রার্থীর সমর্থকদের, পুলিশের গুলিবর্ষণ

নড়াইলের কালিয়ায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। রোববার দুপুর ১২টার দিকে খাশিয়াল ইউনিয়নের টুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও দুপুর দুইটার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাশিয়াল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হালিমা বেগমের সমর্থকেরা টুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাঠিসোঁটা নিয়ে ঢোকার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ এসে ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভোটররা ভয়ে ছোটাছুটি করে। এ ঘটনায় তিনজন আহত হন।

আরো পড়ুন :
রাজশাহীতে মহানগরীতে পিরু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
শীতে বেড়াতে গেলে সঙ্গে যা রাখবেন

এদিকে বোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার রযিউল হাসানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রের মধ্যে ঢুকে পড়ে। তাঁরা ব্যালট বাক্স ও ব্যালটপেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার সময়ে বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হাসানের সমর্থকেরা জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কালিয়ার নড়াগাতী থানার ওসি রোখসানা খাতুন জানান, এতে ভোটগ্রহণ স্থগিত হয়নি। ভোট চলমান রয়েছে। দুটি কেন্দ্রেই আধাঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

নভেম্বর ২৮.২০২১ at ১৬:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি