রাজশাহীতে মহানগরীতে পিরু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে বাড়ীতে প্রবেশ করে পিয়ারুল ইসলাম পিরুকে (৩৪) ছুরিকাঘাত করে হত্যাকান্ডের মূল আসামী জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত আড়াই টায় রানীনগর দক্ষিণ সাধুর মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ী থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন, এসআই উত্তম কুমার রায় ও সঙ্গীয় ফোর্স। এসময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামী মো. হাসান আলী জয় মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর দক্ষিণ সাধুর মোড় এলাকার মো. আমিরুল কসাইয়ের ছেলে। সে ওই এলাকায় কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় দশটি মামলা রয়েছে।

আরো পড়ুন :
কাহালুতে নৌকা প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
ন্যায় বিচার ও আইনগত সহায়তা দেবে সরকার- জেলা ও দায়রা জজ

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস। তিনি জানান, ৬ নভেম্বর রাত ৭টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় মো. পিয়ারুল ইসলাম পিরুর সাথে ছিনতাইকারী মো. হাসান আলী জয়ের। এরই জেরে হাসান আলী জয়সহ কয়েকজন সহযোগী নিয়ে পিরুর বাড়ীতে প্রবেশ করে। ওই সময় তারা পিরুর বুকে ও হাঁটুর উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

ওই দিনই বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আসামী মো. শিমুল ও সোহাননু রহমান সোহানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মূখপাত্র।

নভেম্বর ২৮.২০২১ at ১৬:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি