গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষায় বহিস্কৃত এক

পরীক্ষার্থী

চলতি এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথমদিনে রোববার গাইবান্ধায় মোট ১৯ হাজার ৭৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪০১ জন ছিল।

এরমধ্যে এসএসসিতে অনুপস্থিত ১২৪ জন, দাখিলে ১৭৯ জন এবং ভোকেশনালে ২১ জন। এবারে ৪০ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ছিল ১১ হাজার ৬১৭ জন, দাখিলে ১১ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৯৭৬ জন এবং ভোকেশনালে ২১ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩ হাজার ১৮৮ জন।

আরো পড়ুন :
ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ
দেশে ডিসেম্বরেই চালু হচ্ছে ফাইভ-জি

এরমধ্যে ফুলছড়ি উপজেলার বুড়াইল হাইস্কুল কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের জন্য ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিস্কৃত করা হয়। এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং দাখিল পরীক্ষায় কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নভেম্বর ১৪.২০২১ at ১৮:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুকুব/রারি