ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

যশোর রেলওয়ে জংশনে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বেতনা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সাথে সারাদেশের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর রেলস্টেশনের প্রবেশ মুখে ৩ নম্বর লাইনে যাওয়ার সময়ে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:
দেশে ডিসেম্বরেই চালু হচ্ছে ফাইভ-জি
ঘোড়াঘাটে অগভীর নলকুপের ঘরে তালা পুলিশের হস্তক্ষেপে সচল

এবিষয়ে তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছে ১ নম্বর লাইন থেকে ৩ নম্বর লাইনে যাচ্ছিল। এসময় লাইনচ্যুত হয় ট্রেনটি। লাইনের কোনো সমস্যা নয়। কপলিংক ছিড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে।

নভেম্বর ১৩.২০২১ at ::০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ /জআ