দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়েনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরে শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়েনের নির্বাচন। বোর্ডে নির্বাচনের আমেজ না পাওয়া গেলেও, বোর্ডে ও বোর্ডের বাইরে ভোটের উৎছুক রোষালো আলাপ না থাকলেও ৬ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর ২০২১) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পযর্ন্ত ভোট গ্রহন চলবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি। নিবার্চন পরিচালনা করবেন, নির্বাচন কমিটির আহবায়ক প্রফেসর উপ- পরিক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশীদ মন্ডল। প্রফেসর উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, সহকারী কলেজ পরিদর্শক আব্দুল মান্নান।

শিক্ষাবোর্ডের পূর্বের নিবার্চন মহুর্তগুলো দেখলে, কিছুতেই মিলাছে না এবারের নিবার্চন। বোর্ডে ব্যানার ফ্যাষ্টুন ঝুলানোর প্রতিযোগিতা নেই। নেই পোষ্টারের দেখা। না দেখাটাই স্বাভাবিক কারণ এবারের বিধি নিষেধে উল্লেখ্য রয়েছে কোন প্রার্থী ব্যানর, ফ্যাষ্টুন ইত্যাদি বোর্ডে টাঙ্গানো বা ঝুলিয়ে রাখতে পারবে না।

সাদা মাঠা হলেও নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন বর্তমান সভাপতি আলহাজ্ব মো. মাসুদ আলম তার (প্রতীক আনারস), সাবেক সভাপতি আজিজুল হক শাহ (প্রতীক ছাতা)। সহ-সভাপতি পদে ২ জন মো. শহিদুল ইসলাম খান ( প্রতীক বই) মো. তানজিমুল ইসলাম (প্রতীক দোয়েল পাখি)। সাধারণ সম্পাদক পদে নিবার্চন করছেন ৪ জন বর্তমান সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী (প্রতীক ঘড়ি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল করিম বাবু ( প্রতীক মোরগ), রাজিউল ইসলাম রাজু, (প্রতীক গোলাপ ফুল), মন্টু কুমার রায় (প্রতীক আম)।

আরো পড়ুন :
রাত পোহালেই চৌগাছার ১১ টি ইউনিয়নের ভোট, ব্যালট যাবে সকালে
ঝিকরগাছায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ

কোষাধ্যক্ষ পদে ২ জন হেলাল (প্রতীক বালতি), জাহাঙ্গীর ইসলাম (প্রতীক চেয়ার)। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দুলাল ( প্রতীক তালা-চাবী), আজিজার রহমান রাজু ( প্রতীক চশমা)। ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে ২ জন। আব্দুর রফিক ( প্রতীক হাতপাখা) ও মো. আতিকুর রহমান (প্রতীক ফুটবল)।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়েনের নির্বাচনে ১০০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছে দুপুর ২টার পর তা গননাার মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে ।

নভেম্বর ১১.২০২১ at ১৫:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআহো/রারি