ঝিকরগাছায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ

ইউনিয়ন নির্বাচন
ছবি: প্রতীকী

রাত পোহালেই সারা দেশে ৮৪৮ টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোরের ২২ টি ইউনিয়নে ভোট গ্রহণ চলবে। ইউনিয়নের ভোটাররা নিরবিঘ্নে ভোট দিতে চাই। এরই মধ্যে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদর্শন করছেন। এমন অভিযোগ পাওয়া গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার গুলবাগপুরে।

সেখানকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদরুদ্দিন বিল্টু দেশ দর্পণকে অভিযোগ জানান তার নির্বাচনী এলাকার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হত্যার হুমকি অব্যাহত রেখেছেন। সন্ত্রাসীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদরুদ্দিন বিল্টুর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন বলে জানান।

আরো পড়ুন:
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপকরন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে
খুলনার বিভাগের ১০ জেলার এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময়

তিনি আরো জানান, আমি বিগত সময়ে সুষ্ঠ ভোটের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করি তাই আমাকে পরাজিত করতে ও ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা প্রদান করে অবৈধভাবে সন্ত্রাসীদের প্রার্থীদেরকে বিজয়ী করতে এই সকল ষড়যন্ত্রে লিপ্ত আছে। যদি সুষ্ঠ ভোট হয় বিগত দিনের ন্যায় এবারও বিপুল ভোটে জয় লাভ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

নভেম্বর ১০.২০২১ at ২১:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মব/জআ