রাত পোহালেই চৌগাছার ১১ টি ইউনিয়নের ভোট, ব্যালট যাবে সকালে

রাত পোহালেই ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিন যশোরের চৌগাছা উপজেলার ১১ ইউনিয়নের ১০২ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে এবারই প্রথম ভোট গ্রহণের দিন সকালে ভোট গ্রহণের পূর্বে ব্যালট পেপার কেন্দ্রে যাচ্ছে বলে জানা গেছে। তবে উপজেলার ফুলসারা ইউনিয়নে ইভিএমএ ভোট গ্রহণ করা হবে।

এর আগে ভোট সুষ্ঠ করতে প্রার্থীদের অধিকাংশ দাবি করেছিলেন ভোট গ্রহণের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানোর জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুল হক।

৫ নভেম্বর ভোটগ্রহণ (প্রিজাইডিং) কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, প্রয়োজনে ব্যালট পেপার ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে নেয়া হবে। সে সময় কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবীর, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী কাফী বিন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার বেশ কিছু চেয়ারম্যান প্রার্থী ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানোর দাবিতে লিখিত আবেদন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে যান। এরমধ্যে ৭ নভেম্বর চৌগাছার পাতিবিলা ইউপির স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের আবেদন গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান। পরে আর কোনো রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে আবেদন নেননি। এ বিষয়ে তারা আগের রাতেই ভোট কেন্দ্রে ব্যালট যাবে জানিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চুড়ান্ত বলে জানান প্রার্থীদের।

আরো পড়ুন :
ত্রিশালে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৫
রাঙ্গুনিয়ায় তথ্য মন্ত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

মঙ্গলবার লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয় ভোটের দিন সকালে ভোট গ্রহণের পূর্বে ব্যালট পেপার কেন্দ্রে পাঠাতে হবে। যদি কোনো কেন্দ্রে পাঠানো না যায় তাহলেও নির্দিষ্ট কারণ উল্লেখ করে কমিশনকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থী সাধারণ ভোটার এমনকি ভোটগ্রহণ কর্মকর্তারাও।

বুধবার উপজেলা পরিষদে ভোটের সরঞ্জাম নিতে আসা একাধিক প্রিজাইডিং, সহ-প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তারা জানান এই সিদ্ধান্তে স্বস্তি বোধ করছি। সকালে ব্যালট কেন্দ্রে গেলে আমাদের উপর নানামুখী চাপ থেকে রেহাই পাবো।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন থেকে লিখিত নির্দেশনা দেয়া হয়েছে ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌছাতে। নির্দেশনা অনুযায়ী সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে।

নভেম্বর ১০.২০২১ at ২২:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি