আর্জেন্টিনা একাদশে ‘ভবিষ্যৎ মেসি’ দিবালা

সম্প্রতি লিওনেল মেসি চোটের কারণে পিএসজির শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। শঙ্কা ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন কি না। আগামী শনিবার (১৩ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি। তবে ব্রাজিলের বিপক্ষে পরের ম্যাচে দেখা যাবে বিশ্বসেরা এই ফুটবলারকে।

মেসির জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে ‘ভবিষ্যৎ মেসি’ দিবালাকে। আর তাই এই ম্যাচে বেঞ্চে থাকবেন আর্জেন্টিনা অধিনায়ক। ডি মারিয়া ও লাওতারো মার্টিনেজের সঙ্গে মেসির অভাব মেটাতে পারেন তরুণ এই ফুটবলার।

আরো পড়ুন:
অব্যবহৃত মোবাইল ডাটা যোগ হবে নতুন প্যাকেজে
আচরণ বিধি লঙ্ঘন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় তানভীর ইমাম এমপি!

য়্যুভেন্তাস তারকা দিবালা আর পিএসজি তারকা মেসি একই পজিশনে খেলায় জাতীয় দলে এখনো খুব একটা সুযোগ পাননি দিবালা। তবে এবার মেসি চোটে পড়ায় সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি।

এদিকে চোটের কারণে একাদশে না থাকলেও মঙ্গলবার (৯ নভেম্বর) জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে প্রথম দিনের অনুশীলনে ছিলেন মেসি। সকালে দলের সঙ্গে যোগ দিয়ে বিকেলেই অনুশীলনে আসেন মেসি। মেসি চোটে থাকা সত্ত্বেও তাকে নিয়েই ৩৪ সদস্যের দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ। কারণ মেসিকে ছাড়া আর্জেন্টিনার কথা চিন্তাও করতে পারছেন না লিওনেল স্কালোনি।

নভেম্বর ১০.২০২১ at ১০:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ