মতলব উত্তরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’-এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলা কমপ্লেক্স বটতলার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ধর্মীয় সম্প্রীতি বজায় রাখায় ধর্মীয় নেতাদের প্রশংসা করেন।

তিনি বলেন, দেশের কিছু এলাকায় সাম্প্রদায়িক হামলার ঘটনা হলেও মতলব উত্তর উপজেলার মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছে। মতলব উত্তরে ধর্মীয় সম্প্রীতির এলাকা, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এ উপজেলার মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

আরো পড়ুন :
গাজীপুরে ‘৯৯৯’ সংবাদে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জাবির ভর্তি পরিক্ষা কাল, প্রস্তুতি সম্পন্ন

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মতলব সার্কেলের এএসপি ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ শাজাহান কামাল, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাল আজাদ, উপজেলা হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম শাহা, উপজেলা হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাশ, ইমাম মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির যুগ্মসম্পাদক শ্যামল কুমার বাড়ৈ, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আক্তার হোসেন খান প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ধর্মীয় শিক্ষক, মসজিদের ইমাম, উপজেলার হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নভেম্বর ০৮.২০২১ at ১৬:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি