ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু?

স্কটল্যান্ডকে একেবারে পাত্তাই দিল না ভারতীয়রা। ১৭.৪ ওভারে ৮৫ রানে অলআউট হওয়ার পর সেই রান তুলতে রোহিত শর্মারা খরচ করলেন কেবল ৩৯টি বল। ৮১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় জয় ভারতের।

চার ম্যাচ খেলা হলো ভারতের। এবার বিশ্বকাপের দ্বিতীয় জয় ভারতের। পয়েন্ট চার। পয়েন্টে পিছিয়ে থাকলেও রানরেটের হিসেবে এখন নিউজিল্যান্ডের চেয়েও এগিয়ে ভারত। কোহলিদের রানরেট এখন ১.৬১৯। অন্যদিকে নিউজিল্যান্ডের রানরেট ১.২৭৭। তবে কথা হচ্ছে চার ম্যাচে ভারতের পয়েন্ট ৪ এবং নিউজিল্যান্ডের পয়েন্ট ৬। দু’দলেরই ম্যাচ বাকি একটি করে।

আরো পড়ুন:
মানুষের শ্রেষ্ঠত্ব মুহাম্মদ: শামসুল ইসলাম সাদিক
বগুড়া কাহালুতে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন

ভারতের সেমিফাইনালে যেতে হলে, প্রথমত শেষ ম্যাচে জিততেই হবে। শেষ ম্যাচটি নামিবিয়ার বিপক্ষে বড় জয় পেলে এখানেও রানরেটে সুবিধা পাবে ভারত। তবে এ ক্ষেত্রে ভারতের সামনে একটাই বাধা, আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। নামিবিয়ার সঙ্গে জিতলেও তাদেরকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে কোনো কথা নেই, ভারতের বিদায়। নিউজিল্যান্ড উঠে যাবে সেমিফাইনালে। কিন্তু যদি আফগানিস্তান জিতে যায়, তাহলে হিসাবটা একটু জটিলই হয়ে যাবে। কারণ, তখন নিউজিল্যান্ড, ভারত এবং আফগানিস্তান- তিন দলেরই পয়েন্ট হবে সমান ৬ করে।

এই জায়গায়ও এখন পর্যন্ত এগিয়ে ভারত। কারণ, আফগানদের রানরেটও ভারতের চেয়ে কম। আফগানদের রানরেট বর্তমানে ১.৪৮১। শেষ ম্যাচে আফগানরা জিতলেও রানরেট যদি বাড়াতে না পারে, তাহলে ভারতকে পেছনে ফেলতে পারবে না। সে ক্ষেত্রে পাকিস্তানের পর গ্রুপ-২ থেকে সেমিতে উঠবে ভারতই। ফলে অনেক হিসাব-নিকাশের মধ্য দিয়ে শেষ হবে গ্রুপ-২।

নভেম্বর ০৬.২০২১ at ১২:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ