ফুলবাড়ীতে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণে অবহিতকরণ সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।

সভায় মেডিকেল অফিসার ডা. মো. নূরে আলম খুশরোজ আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার প্রমুখ।

আরো পড়ুন :
রাউজানের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ- এমপি ফজলে করিম চৌধুরী
চৌগাছায় ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর শিক্ষার্থীদের কৃমি বড়ি খাওয়ানো হবে

এতে জাতীয় কালাজ্বর নিয়ন্ত্রণ কর্মসূচির এন্টোমলজিক্যাল সার্জিলেন্স এক্সপার্ট মো. ইশা এবং অ্যাজেন্ড বাংলাদেশের রংপুর-রাজশাহী বিভাগীয় রিজিওনাল কো-অর্ডিনার ডা. কামরান মেহেদী কালাজ্বর সম্পর্কে অবহিত করেন। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অক্টোবর ৩১.২০২১ at ১৭:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআহেচৌ/রারি