চৌগাছায় ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর শিক্ষার্থীদের কৃমি বড়ি খাওয়ানো হবে

যশোরের চৌগাছায় কৃমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌরসদরের চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি বড়ি খাওয়ানোর মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুল হক। অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

আরো পড়ুন :
যশোরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
ঝিকরগাছা সদর ইউপি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে সংবাদ সম্মেলন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষার্থীদের কৃমি বড়ি খাওয়ানো হবে

অক্টোবর ৩০.২০২১ at ২০:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি