‘বাইরের লোক কে-কী বলছে, তাতে আমার আগ্রহ নেই’, মাশরাফির মন্তব্যে ওটিস গিবসন

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হারের পরই দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফেসবুক স্ট্যাটাস এ লিখেছেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার, যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে রিহ্যাব সেন্টারে চাকরি করছে।’ তিনি এই হারের জন্য কোচিং স্টাফদের কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন।

তার করা মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল পেস বোলিং কোচ ওটিস গিবসনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার আগের দিন সংবাদ সম্মেলনে জাতীয় দলের এই বোলিং কোচ বলেছেন, ‘দেখুন, এটা ব্যক্তিগত মত। আমাদের জানাশোনার বাইরে কে-কী বলছে, তাতে আমার আগ্রহ নেই। আমরা জানি, বাংলাদেশ দলের কোচিং গ্রুপ হিসেবে আমরা কী করছি। বাইরের লোকের কথায় কিছু যায় আসে না।’

শ্রীলঙ্কার বিপক্ষে হারে মধ্যে দিয়ে সুপার টুয়েলভ যাত্রা শুরু হলো বাংলাদেশের। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে মোমেন্টামটা ঠিকই এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শ্রীলঙ্কাকে ম্যাচ জেতালেন এমনই দুজন। যাদের ক্যাচ ফেলে দিয়েছেন লিটন দাস!

আরো পড়ুন:
‘ইভ্যালি‘ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন: মাহবুব কবীর মিলন
তাড়াইলে তিনটি প্রতিষ্ঠানকে দশ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট

সুপার টুয়েলভে মূলত লিটনের ক্যাচ মিসের প্রসঙ্গে বলতে গিয়ে মাশরাফি লিখেছেন, ‘আরও অনেক বিষয় আছে বলা যায়, তবে লিটনের ক্যাচ মিসের কোন এক্সকিউজ দিবো না, এমনকি লিটন নিজেও দেবে না। তবে ক্যাচ মিস খেলার একটা অংশই। কিন্তু ফিল্ডিং কোচের কাছে কি এ বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? ক্যাচ মিস কি এই প্রথম হলো? ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্ট এর প্রায় সবাই চাকরি হারিয়েছে, স্রেফ বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং সাইড হয়ে গিয়েছি? এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার, যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ। কারণ চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে দাঁড়ালো কী? তারা যতদিন থাকবে আর মন যা চাইবে তাই করবে। হেড কোচ এক এক করে নিজ দেশের সবাইকে আনছে, এরপর যারা অস্থায়ী ভাবে আছে তাদেরও সরাবে আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম কিন্তু রাসেল (হেড কোচ) ম্যানেজমেন্ট এর জন্য যেভাবে স্টেপআপ করে মূল দলের জন্য তাহলে লুকিয়ে কেন? কেন তামিম, মুশফিক, রিয়াদ ভালো থাকে না। এটা ঠিক করা তার কাজ না?’

অক্টোবর  ২৬.২০২১ at ১৮:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বাটি/জআ