পুকুরে ভেসে উঠল বাবা-মা ও কন্যাশিশুর মরদেহ

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের নিকটে পুকুর থেকে মা-বাবা ও তাদের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। হাবিবুল্লাহ পেশায় একজন দিনমজুর।

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন।

তিনি জানান, বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং তাদের সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যাশিশু টুনির লাশ ভেসে ওঠে পুকুরে। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরো পড়ুন:
তৃতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ হলেন শিবচর থানার ওসি মিরাজ হোসেন
জবি শিক্ষার্থীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

তিনি বলেন, পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে লাশ গোপনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

অক্টোবর  ২৬.২০২১ at ১০:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ