তৃতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ হলেন শিবচর থানার ওসি মিরাজ হোসেন

মাদারীপুর জেলার শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন টানা তৃতীয় বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সেপ্টেম্বর /২১ মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ায় সম্মাননার জন্য মনোনীত করা হয়। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেনকে মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম- (বার) ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

একই সাথে শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ, দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে ক্রেস্ট গ্রহণ করেছেন।

অন্যদিকে, মাদারীপুর জেলার মাদক উদ্ধারে শ্রেষ্ঠ এস আই হিসেবে পুরস্কার গ্রহণ করেন শিবচর থানার এস আই / রামপ্রসাদ চক্রবর্তী (শিবচর থানা)।

আরো পড়ুন :
আজলম হক এর মৃত্যুবার্ষিকীতে অসহায়দের মাঝে সহায়তা প্রদান
কৌশলে প্রেমিক-প্রেমিকার বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

এছাড়াও মাদারীপুর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হিসাবে পুরস্কার গ্রহণ করেন শিবচর থানার এস আই মোঃ শেক আলামিন।

সফলতার স্বীকৃতি প্রাপ্তিতে এক প্রতিক্রিয়ায় ওসি মো. মিরাজ হোসেন জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) স্যার, পিপিএম (বার), মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম- (বার) স্যার ও সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান স্যারসহ শিবচর থানায় কর্মরত সকলের সহযোগিতা না পেলে অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ হওয়া সম্ভব হতো না।

এদিকে মাদক, বাল্য বিবাহ নিয়ন্ত্রণ, মামলার তথ্য উদঘাটনসহ দ্রুততার সাথে সার্বিক সকল বিষয়ে ভূমিকা রেখে চলেছেন ওসি মো. মিরাজ হোসেন।

অক্টোবর ২৫.২০২১ at ২১:৫৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমদেহো/রারি

আরো পড়ুন :