বাংলাদেশের সাথে ‘অঘটন’ ঘটাতে চায় পাপুয়া নিউগিনি

টানা দুই ম্যাচে পরাজয়। তবুও জয়ের স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার আশা একরকম শেষই। তারপরও উৎফুল্ল পাপুয়া নিউগিনি ক্রিকেট দল। তাদের আর হারানোর কিছুই নেই। বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছে, এটাই তো অনেক। উৎসবের আমেজে মেতে আছে দলটি। তাই বলে ২২ গজের লড়াইয়ে সেরাটা নিংড়ে দিতে চায় দলটি। সে কারণেই টানা দুই হারের পরও বাংলাদেশকে হারিয়ে দেওয়ার বিশ্বাস রাখে পাপুয়া নিউগিনি।

বৃহস্পতিবার ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হতে যাওয়ার ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের চমকে দিতে চায় ওশেনিয়া অঞ্চলের দেশটি। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ‘অঘটন’ ঘটিয়ে দেওয়ার কথা শুনিয়েছেন দলটির অলরাউন্ডার চার্লস আমিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পিএনজির শুরুটা হয়েছে বাজে হারে। সহ-আয়োজক ওমানের কাছে ১০ উইকেটে হার মানে তারা। দ্বিতীয় ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও স্কটিশদের কাছে হারতে হয় ১৭ রানে। যে স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে, সেই তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা মূলত আত্মবিশ্বাসী করে তুলেছে পিএনজিকে। সে কারণেই বাংলাদেশকে চমকে দেওয়ার সাহস দেখাচ্ছে দলটি।

আরো পড়ুন:
ঝালকাঠিতে জেলা প্রশাসনের ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপিত
টালিউড অভিনেত্রী এনাকে নিয়ে কাশ্মীরে যশ

বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে সেটা যে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় প্রাপ্তি হবে, তাতে কোনও সন্দেহ নেই। আমিনির কাছে বাংলাদেশের বিপক্ষে খেলাটাই অনেক বড় ব্যাপার, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমরা খেলতে যাচ্ছি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা দলে বাংলাদেশের বিপক্ষে। যদিও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হেরেছে, তারপরও তারা খুবই ভালো দল। বাংলাদেশের বিপক্ষে খেলতে পেরে আমরা গর্বিত।’

যদিও প্রতিদ্বন্দ্বিতার কোনও কমতি দেখছেন না। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আঙিনায় সর্বোচ্চ পর্যায়ে খেলা মাহমুদউল্লাহদের হারিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন পিএনজির এই অলরাউন্ডার, ‘আমরা যদিও প্রথম দুই ম্যাচ হেরেছি, তারপরও এখনও সুযোগ আছে। স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে অঘটনের জন্ম দিয়েছে (বাংলাদেশকে হারিয়ে)। আমরা বিশ্বাস করি, আমাদেরও ঠিক একই কাজ (বাংলাদেশকে হারানো) করার সামর্থ্য আছে।’

অক্টোবর  ২১.২০২১ at ১১:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বাটি/জআ