স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রোববার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরতে পারেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ।

দুটি প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব ও মাহমুদউল্লাহ। সাকিব ব্যস্ত ছিলেন আইপিএল খেলায়। আর মাহমুদউল্লাহ খেলেননি ইন্জুরি সংক্রান্ত কারণে। স্কটল্যান্ডের বিপক্ষে এই দুজনই ফিরতে যাচ্ছেন বাংলাদেশের একাদশে।

বাংলাদেশের ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। লিটন দাসের সঙ্গে বাংলাদেশের ইনিংস ওপেন করতে পারেন সৌম্য সরকার। যদিও সৌম্যের সম্প্রতিক ফর্মটা খুব ভালো যাচ্ছে না।

আইপিএল থেকে আসায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিবকে নিয়ে শঙ্কা ছিল। যদিও শনিবার মাহমুদউল্লাহ রিয়াদ সাকিবের খেলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন। সাকিবের পাশাপাশি অফ ফর্মে থাকা মুশফিকুর রহিমের খেলার বিষয়টিও অনেকটা নিশ্চিত। মাহমুদউল্লাহ রিয়াদ তো থাকছেনই, মিডল অর্ডারে আফিফ হোসেনের সঙ্গে দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। অলরাউন্ডার সাইফউদ্দিনেও ভরসা রাখতে পারেন রাসেল ডমিঙ্গো। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমাদের সঙ্গে দেখা যেতে পারে তাসকিন আহমেদকে। বাদ পড়তে পারেন শামিম হোসেন ও নাসুম আহমেদ।

এদিকে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের দুটিতেই হেরেছে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষেও জিততে পারেনি বাংলার টাইগাররা। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের দুটিতে হারলেও স্কটল্যান্ড জিতেছে দুই ম্যাচেই। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারের তিক্ততা দিয়েছে স্কটিশরা। এই হিসাব অনুযায়ী বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে স্কটিশদেরই এগিয়ে রাখতে হয়।

আরো পড়ুন:
নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের বর্ধিতসভায় হামলার অভিযোগ
দ্রুতই ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে- পর্যটন প্রতিমন্ত্রী

শেষ দুই ম্যাচের হিসাবে স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি হলেও বাংলাদেশকে এগিয়ে রাখতে হয় অন্য জায়গায়। লাল-সবুজের প্রতিনিধিরা এই মঞ্চের অভিজ্ঞ নাট্যকার। টাইগার বাহিনী ২০০৭ সাল থেকে এ যাবতকালের প্রত্যেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও স্কটল্যান্ড খেলেছে মাত্র তিন আসরে।

বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্র। যেখানে স্কটল্যান্ড এখনও সহযোগী দেশগুলোর একটি। সেই হিসাবেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি বলে মত দেবেন অনেকে। তবে ক্রিকেট দুলাচলের খেলা। এখানে যে কোনো দল যেমন জয় পেতে পারে তেমনি হারতেও পারে, হোক তারা শক্তিশালী কিংবা দুর্বল।

লাল-সবুজের সম্ভাব্য একাদশ

১. লিটন দাস ২. সৌম্য সরকার ৩. সাকিব আল হাসান ৪.মুশফিকুর রহিম ৫. মাহমুদউল্লাহ রিয়াদ ৬. আফিফ হোসেন ৭. নুরুল হাসান সোহান ৮. মেহেদী হাসান ৯. সাইফউদ্দিন ১০. তাসকিন আহমেদ ও ১১. মুস্তাফিজুর রহমান।

অক্টোবর  ১৭.২০২১ at ১৩:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ