গাজীপুরে বিশ্ব বসতি দিবস পালিত

‘পরিবেশ বান্ধব নগর গড়ি, কার্বন নিঃসরণ সীমিত করি’’ স্লোগানকে সামনে রেখে ব্রাক ও গাজীপুর সিটি কর্পোরেশনের সমন্বয়ে টঙ্গীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই অক্টোবর বুধবার সকাল ১০ ঘটিকার সময় আনন্দ র্যা লী শেষে জিসিসি’র সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বিশ্ব বসতি দিবস, ১৯৮৫ সালে জাতিসংঘের এক অথিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী দিবসটি উতযাপিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রতি বছরের মতো এবারো পালন করছে।

আরো পড়ুন :
২০৪১ সালে বাংলাদেশে হবে স্বপ্নের সোনার বাংলা : পরিকল্পনা প্রতিমন্ত্রী
নওগাঁয় ফ্রি চক্ষু মেডিকাল ক্যাম্প অনুষ্ঠিত

গাজীপুর সিটি কর্পোরেশন জোন ১ এর সহকারি বজ্র্য ব্যাবস্থাপক আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের (টঙ্গী) জোন ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেড এস. এম. সোহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।

ব্রাক কর্মকর্তাদের মধ্যে ছিলেন, আহমেদ ইবনে সেলিম, এম কে বাবলুর রহমান, রিয়াজ উদ্দিন ও ফয়সাল খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এছাড়া ওয়াল্ড ভিশনে’র কর্মকর্তা মো. জসিম উদিইন, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, খোরশেদ আলম, সাংবাদিক শেখ রাজীব হাসান, আফসানা মীমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

অক্টোবর ০৬.২০২১ at ১৯:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শেরাহা/রারি