ক্ষেতলাল উপজেলায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা

হিন্দু ধর্মাবলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা, আগামী ১১ অক্টোবর থেকে আরম্ভ এবং দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ১৬ অক্টোবর। তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।

জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ক্ষেতলাল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। মতবিনিময় শেষে প্রতিটি পূজা মন্ডপের সভাপতির হাতে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে।

আরো পড়ুন :
চিতলমারীর স্বপ্নার মায়ের স্বপ্ন, মেয়ের মাথা গোঁজার ঠাঁই
স্কুল-কলেজ এমপিওভুক্তির আবেদন শুরু ১০ অক্টোবর

এ সময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল থানা ওসি (তদন্ত) শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগ সহসভাপতি আবু মুসা কিং, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, ক্ষেতলাল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ গৌতুম নন্দী, সাধারণ সম্পাদক শ্রী সুকমল চক্রবর্তী, প্রভাষক রতন চাকীসহ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ বছর উপজেলার ৪৩ টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তথ্য নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানা ওসি (তদন্ত) শাহ আলম।

সেপ্টেম্বর  ৩০.২০২১ at ১৯:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোশাই/রারি