মতলব উত্তরে ১’শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মতলব উত্তর থানাধীন ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী এলাকা হইতে পশ্চিম নাউরী গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী মালেক (৫০) এবং ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের মো. হানিফ প্রধানের ছেলে মো. সুমন (৩২) কে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন :
সাগরে ট্রলারডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি মালেক ও মো. সুমনকে গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। মাদকসেবী ও কারবারীর স্থান মতলব উত্তরের মাটিতে হবে না, তাদের স্থান কারকারে। মাদক মুক্ত করার জন্য সবাইকে নিয়ে কাজ করছি।

সেপ্টেম্বর  ২৯.২০২১ at ১৫:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি