খুলছে ঢাবির গ্রন্থাগার, স্থান পাবেনা চাকরিপ্রার্থী

মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৬ সেপ্টেম্বর) থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরি। তবে, শুরুতে এসব জায়গায় পড়ার সুযোগ পাচ্ছে না সব শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচদিন (রবি থেকে বৃহস্পতিবার) খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরি। তবে, সেখানে পড়ার সুযোগ পাবে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। পরে ধাপে ধাপে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও পড়ার সুযোগ দেওয়া হবে।

তবে, এসব জায়গায় পড়তে গেলে অবশ্যই ন্যূনতম করোনা ভাইরাসের এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে।

এছাড়া, এবার গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিতে পড়ার ক্ষেত্রে বেশ সীমাবদ্ধতা এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রন্থগার খুললেও গ্রন্থাগারে শুধু একাডেমিক পড়াশোনা করা যাবে। বাহির থেকে চাকরির বইপত্র, খাবার ইত্যাদি নেওয়া যাবেনা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামীকাল থেকে লাইব্রেরি খোলে দেওয়া হচ্ছে। তবে, শুরুতে স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়তে আসতে পারবে। তবে, চাকরির কোন বইপত্র বা বাহির থেকে কোন খাবার আনা যাবে না।

আরও পড়ুন:
মহাস্থান শীলা দেবীর ঘাট পরিদর্শনে বগুড়া জেলা প্রশাসক
যশোর জেলার সাধারণ সভা কমিটি গঠন

বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বাহাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের যে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই কাজ করব। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামীকাল থেকে শুধু শিক্ষার্থীরা পড়তে আসতে পারবে।

সীমিত পরিসরে চলবে বাস
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরি খুলে দেওয়ার কারণে আগামীকাল থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে বাস।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চালু হচ্ছে। সে কারণে কিছু গাড়ি চালানোর জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। তিনি আরও বলেন, আমাদের কিছু গাড়ি সবসময় চলে। আগের রেকর্ড দেখে কী পরিমাণ গাড়ি চলবে সে অনুযায়ী একটা পরিকল্পনা নিচ্ছি।

সেপ্টেম্বর ২৫.২০২১ at ২০:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ