মহাস্থান শীলা দেবীর ঘাট পরিদর্শনে বগুড়া জেলা প্রশাসক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শীলা দেবীর ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক বগুড়া মো. জিয়াউল হক। শনিবার বিকেলে শীলা দেবীর ঘাট, মহাশশ্মানে সনাতন ধর্মের মানুষের মৃত্যুর পর তাদেরকে দাহ করানোর জন্য উন্নতমানের চুল্লি, বসার ব্যবস্থা ও ঘাট সংস্কারসহ সকল প্রকার উন্নয়ন কাজের পূর্ব পরিকল্পনার জন্য জেলা প্রশাসক মহাস্থান পরিদর্শনে আসেন।

শীলা দেবীর ঘাটে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষপ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার উদ্যোগে তিনি বৃক্ষ রোপন করেন।

আরো পড়ুন :
বাইসাইকেলের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
তালায় অপহরনের পর স্কুল ছাত্রীকে ধর্ষন, থানায় মামলা

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার এসও শফিকুল আলম, এস ও হাসানুজ্জামান, কার্য সহকারী নূর আলম, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির শিবগঞ্জ উপজেলা সভাপতি রাম নারায়ন কানু, সহ সভাপতি আশীষ রায়, ডা. মোহন লাল কানু, সা. সম্পাদক সুবির কুমার দত্ত, যুগ্ম সম্পাদক প্রভাষক নয়ন সরকার, দপ্তর সম্পাদক চন্দন সাহা, পুজা সম্পাদক পুলক গোস্বামী, কোষাধ্যক্ষ উত্তম কুমার মোহন্ত, বীর মুক্তিযোদ্ধা গিরেন্দ্র দাস প্রমূখ।

সেপ্টেম্বর  ২৫.২০২১ at ২০:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইর/রারি