রবি ঠাকুরের আঁকা ছবি বিক্রি হলো ৫ কোটি ৮৫ লাখ টাকায়

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি নিলামে পাঁচ লাখ পাউন্ডে বা পাঁচ কোটি ৮৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।

ক্রিস্টিজ় নামে একটি সংস্থা ছবিটির নিলাম করেছে। নামহীন ছবিটিকে ক্রিস্টিজ়ের সাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। ছবিটি কে কিনেছে, তা এখনও জানা যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার

নিলাম সংস্থা সূত্রে এর আগে জানানো হয়েছিল, ছবিটি ৮৮ লাখ থেকে ১.৩ কোটি টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছে তারা।

সংস্থার ওয়েবসাইট বলছে, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশিরভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়।

আরো পড়ুন :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ইরান পরমাণু অস্ত্রধারী হোক চায় না সৌদি: বাদশাহ সালমান

রবীন্দ্রনাথের কাছ থেকেই ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ অন্দ্রে। তাদের উত্তরসূরিরা ছবিটি নিলাম সংস্থাকে দেন। ক্রিস্টিজ় নিউইয়র্ক শাখার ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট’- এই বিভাগের সাম্প্রতিকতম নিলামে রাখা হয়েছিল ছবিটিকে।

সেপ্টেম্বর  ২৪.২০২১ at ১২:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সম/রারি