চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হলেন নুরুজ্জামান আজাদ

চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (পুরুষ) উপ-নিবার্চন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নিবার্চনে আ.লীগেরই নুরুজ্জামান আজাদ জামান বেসরকারী ভাবে নিবার্চিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১০৬৯৯। তার নিকটতম প্রতিদ্বন্দী জাহিদ আনোয়ার পলাশ (নলকুপ) নিয়ে ৬৯৩৭ ভোট।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট। ভোট গননা শেষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব।

আরো পড়ুন :
প্রতিসেকেন্ডে এক ট্রাক পোশাক যাচ্ছে বর্জ্যের ভাগাড়ে!
হাতকড়া নিয়েই পালিয়ে গেল আসামি!

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারী চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ভাইস চেয়ারম্যানের আসনটি শুন্য ঘোষণা করে নিবার্চন কমিশন।

সেপ্টেম্বর  ২০.২০২১ at ২১:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ফহ/রারি