হাতকড়া নিয়েই পালিয়ে গেল আসামি!

চাঁদপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাত থেকে হাতকড়াসহ পালিয়েছে পেশাদার এক চোর। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বড়স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ব্যক্তি মোহন গাজী (৩৪) রেলের ফিশ প্লেট চুরির মামলার আসামি।

চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, মোহন গাজী ও মনির গাজী (৩২) নামে ফিশ প্লেট চুরির মামলার দুই আসামি তাদের সদস্য মানিক গাজীর হেফাজতে ছিল।

এ সময় তারা দুজন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা প্রহরী মানিক গাজী তাদের দুজনকে টয়লেটে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ দুজনই দৌড়ে পালানোর চেষ্টা করে। এদের মধ্যে মনির গাজীকে গ্রেপ্তার করা গেলেও মোহন গাজী হাতকড়াসহ পালিয়ে যায়।

খোরশেদ আলম আরও জানান, এই দুজন চাঁদপুর শহরের রেলওয়ে কাঁচ্চা কলোনির বাসিন্দা। তারা পেশাদার চোর।

আরো পড়ুন :
টাইপ না করেই মেসেজ পাঠাতে পারবেন
সকালে খালিপেটে খেজুর খেলে যে উপকার পাবেন

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর রাতে চাঁদপুর বড়স্টেশন এলাকা থেকে বেশ কয়েকটি ফিশ প্লেট চুরি করে এই দুই ব্যক্তি। পরে সেগুলো শহরের নতুনবাজার ও পুরানবাজার এলাকার দুটি পুরনো লোহার ভাঙারি দোকানে বিক্রিও করে। এরইমধ্যে ঘটনাটি জানাজানি হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

এদিকে, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মোহন গাজীকে বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফের গ্রেপ্তার করতে পারেনি সংশ্লিষ্টরা।

সেপ্টেম্বর  ২০.২০২১ at ১৭:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/স/রারি