পাইকগাছায় নির্বাচনী সহিংসতা, দুইদিনে আটক ৮

খুলনার পাইকগাছায় ইউপি নির্বাচনকে ঘিরে গত দু” দিনে সহিংসতায় ৮ জন গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি এজাজ শফি জানিয়েছেন, শনিবার বিকালে গদাইপুরে হিতামপুরে স্বতন্ত্র চশমা প্রার্থীর নৌকা প্রতিকের প্রার্থীর পোষ্টার ছিড়ে ও তার লোকজন মারপিট করে আহত করে।

আরো পড়ুন :
ঠাকুরগাঁওয়ে নিউ হল্যান্ড ট্রাকটর এর প্রিতি ফুটবল ম্যাচ ও রোড শো অনুষ্ঠিত
রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

এ সময় পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে। শনিবার রাত সাড়ে ১১ টায় চাঁদখালী ইউপির স্বতন্ত্র চশমা প্রতিকের প্রার্থী ও নৌকা প্রতিকের প্রার্থীদের মধ্যে মারপিটের ঘটনায় উভয় পক্ষের আসাদুল সরদার, মৃত ইউসুফ সরদারের ছেলে নজরুল সরদার (৫৩), শওকত আলীর ছেলে শাহিনুর রহমান (৩৫), হাকিম মোড়লের ছেলে মুকুল মোড়ল(৩৬), আবুল কাশেমের ছেলে সাব্বির হোসেন (৩২), আব্দস সাত্তারের ছেলে আজিজুল ইসলাম সরদার (৬০) কে আটক করা হয়। আটককৃতদের রবিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর  ১৯.২০২১ at ১৯:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/রারি