রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুর রেল স্টেশন এলাকার ৩২নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।

রবিবার ( ১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উল্লাপাড়া স্টেশন মাষ্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাষ্টার মো. রফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাবার পথে হঠাৎ ওই এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে উত্তর ও দক্ষিণাবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে।

আরো পড়ুন :
হাজারো সফলতার গল্প, আরএমপি সাইবার ক্রাইম ইউনিট
বাংলার মানুষকে ভাল রাখায় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য: কাজী নাবিল আহমেদ এমপি

তিনি আর বলেন, দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে এসেছে। সেই ট্রেনের ইঞ্চিন দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সড়ানোর চেষ্টা চলছে। ১ ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

সেপ্টেম্বর  ১৯.২০২১ at ১৪:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি