পথে চাঁদাবাজি : সুনামগঞ্জ – ঢাকায় রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা

সুনামগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার পথে সড়কে বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

চাঁদাবাজির অভিযোগটি প্রশাসন আমলে না নেওয়ায় ঢাকা-সুনামগঞ্জ রুটে বাস চলাচল রোববার ভোর ৬টা থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক।

আরো পড়ুন :
বদিউল আলম খোকনের নতুন সিনেমায় মুরাদ নূরের সুরে গাইলেন কিশোর
বাংলার মানুষকে ভাল রাখায় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য: কাজী নাবিল আহমেদ এমপি

নূরুল হক জানান,বেশ কয়েকদিন ধরে সুনামগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকায় বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বিষয়টি সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলেও, তারা ব্যবস্থা নেননি।

এ কারণে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধ না হলে স্থানীয় (লোকাল) সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে।

সেপ্টেম্বর  ১৯.২০২১ at ১০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাআভূঁ/রারি