বাংলার মানুষকে ভাল রাখায় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য: কাজী নাবিল আহমেদ এমপি

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনা জনবানদ্ধব প্রধানমন্ত্রী। জনগণের উন্নয়নের জন্য নিরালসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বাংলার মানুষকে ভাল রাখায় তার মূল উদ্দেশ্য।

তাই দেশকে তিনি এসডিজি ও এমডিজিতে অনেক এগিয়ে নিয়েছেন। সফলভাবে টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। প্রান্তিক মানুষেরা অনেক অগ্রসর হয়েছে। বয়স্ক, দুঃস্থ, বিধবা, নারী পরিত্যক্তা ও প্রতিবন্ধি ভাতার আওতায় মানুষের জীবনযাত্রা সহজ হচ্ছে। অর্থনৈতিক সূচকে ভারত, পাকিস্তানসহ এশিয়ার অধিকংশ দেশকে পিছনে ফেলে দিয়েছে।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে সারাদেশে সাড়ে ১ হাজার ২৮টি ইউনিয়ন সাব সেন্টার ও প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পৌঁছে দিচ্ছেন সরকার।’

শনিবার (১৮ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে উপ-স্বাস্থ কেন্দ্রের দুতলা বিশিষ্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘শেখ হাসিনার ১২ বছরের রাষ্ট্র ক্ষমতায় যশোর ব্যাপক উন্নয়ন হয়েছে। যশোর প্রথম ডিজিটাল জেলার সম্মান পেয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, যশোর শেখ হাসিনা সফটওয়ার পার্কসহ সকল উন্নয়নের একমাত্র রুপকার শেখ হাসিনা। এ আমলে যশোরে ১৫০ টি স্কুল, কলেজ ও মাদ্রাসার নতুন ভবন তৈরী হয়েছে।

আরো পড়ুন :
এ মৌসুমে আলুর ন্যায্য দাম পাবেন না কৃষকরা: বাণিজ্যমন্ত্রী
কাহালুতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

অধিকংশ গ্রাম-গঞ্জ, পাড়া মহল্লায় পাকা রাস্তা করা হচ্ছে। যশোরকে অর্থনৈতিক জোন করার পরিকল্পনা নেয়া হচ্ছে। তাই যশোরের সব সেক্টরকে ঢেলে সাজানো হচ্ছে। যশোর হবে উন্নয়ন ও ডিজিটালে রোল মডেল’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, স্বাস্থ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনিব লিংকন ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল হক, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম, লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শামীম হোসেন ও ছাত্রলীগ নেতা রাফায়েত রিওন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফর কবির বিজু, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিন, সাবেক চেয়ারম্যান স্বপন কুমার মিত্র, সাবেক চেয়ারম্যান ওয়াজের আলী, আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসাহক আলী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দীন মিঠু, সদস্য কেরামত আলী, জেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, উপজেলা স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, চলচিত্র অভিনেতা শাহের খান রবি, ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি মিনতি রানী, সাধারণ সম্পাদক মুক্তা খাতুন, ইউপি সদস্য শওকত হোসেন, আকরাম হোসেন, মুনতাজ আলী, রবিউল ইসলাম খোকন, ছায়রা বেগম, যুবলীগ নেতা ময়নুদ্দীন ময়না, ছাত্রলীগ নেতা বাপ্পী হোসেন, অপু হোসেন, আলামিন, তুষার হোসেন প্রমুখ।

সেপ্টেম্বর  ১৮.২০২১ at ২১:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি