বান্দরবানে পাহাড়ি ঢলে ভাইবোনের মৃত্যু, মা নিখোঁজ

বান্দরবানে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তাদের মা।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লাইমি পাড়ার স্কুলের পাশের ঝিরির ঝোপ থেকে বিনিতা ত্রিপুরা (১৩) ও সকাল ১০টার দিকে প্রদীপ ত্রিপুরার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পাওয়া যায়নি মা সিন্দা কৃষ্ণাতি ত্রিপুরাকে (৪৪)।

বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের সদস্য জগদ্বিশ ত্রিপুরা সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে জুম থেকে বাড়ি ফেরার পথে শহরের নিকটবর্তী পর্যটন স্পট নীলাচল পাহাড়ে পাদদেশে অবস্থিত সাইংগ্যা ত্রিপুরা পাড়া এলাকায় ঝিরি পার হওয়ার সময় তারা পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে যায়।

আরো পড়ুন :
আরও ৩ লাখ ৭৮ হাজার ২১০ জন টিকা নিয়েছেন
জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন

সদর ইউনিয়ন পরিষদের সদস্য জগদ্বিশ ত্রিপুরা জানান, সাইংগ্যা ত্রিপুরা পাড়ার বাসিন্দা কৃষ্ণাতি ত্রিপুরা (৪৪)। দুই বছর আগে তার স্বামী দিয়াম্ব ত্রিপুরা মারা যান। মেয়ে বিনিতা ত্রিপুরা (১৩) ও ছেলে প্রদীপ ত্রিপুরাকে (৮) নিয়েই ছিল তার সংসার। বুধবার সন্ধ্যা ৭টার দিকে জুম থেকে বাড়ি ফেরার পথে ঝিরি পার হওয়ার সময় পাহাড়ি ঢলের পানিতে তিনজন ভেসে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, স্থানীয় জনতার সঙ্গে পুলিশও অভিযানে নেমেছে।

সেপ্টেম্বর  ১৬.২০২১ at ১৩:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সম/রারি