ব্রাজিলের রদ্রিগো ইন্টারের বিপক্ষে রিয়ালকে জেতালেন

ইন্টার মিলানের আক্রমণ সামলে অনবদ্য জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের অন্তিম মুহূর্তে নেরাজ্জুরিদের হৃদয় ভাঙেন বদলি হিসেবে মাঠে নামা রদ্রিগো। ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের একমাত্র গোলে ১-০ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেল কার্লো আনচেলত্তির দল।

চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপে প্রথম ম্যাচেই বড় পরীক্ষায় নামতে হয় রিয়ালকে। সেই পরীক্ষায় উতরে গেল আসরের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

ইন্টারের বিপক্ষে রিয়ালের জয়ের নায়ক মূলত দুই তরুণ। লিগ ওয়ানের ক্লাব রেঁনে ছেড়ে সদ্য সান্তিয়াগো বার্নাব্যুতে আসা ১৮ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকেই জাল খুঁজে নেন রদ্রিগো।

ঘরের মাঠ সান সিরোতে নেরাজ্জুরিরা শুরু থেকেই দাপটের সঙ্গে লড়তে থাকে। ম্যাচের লাগামও ছিল তাদের হাতে। পুরো ম্যাচে ৪৬ শতাংশ বল দখলে রাখলেও ১৮টি শট নিয়েছে তারা। যার মধ্যে ৫টি লক্ষ্যে। বিপরীতে রিয়ালের শট ১২, লক্ষ্যে কেবল ২।

আরো পড়ুন :
আরও ৩ লাখ ৭৮ হাজার ২১০ জন টিকা নিয়েছেন
রোববার থেকে প্রতিদিন ৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ

কিন্তু আক্রমণভাগের সুযোগ হাতছাড়া করার শাস্তিই পেতে হলো ইন্টারকে। লওতারো মার্তিনেজের এক দারুণ হেড রুখে দিয়ে রিয়ালের গোলপোস্ট অক্ষত রাখেন থিবু কোর্তোয়া। এডিন জেকোর দুটি চেষ্টাতেও বাধা হয়ে দাঁড়ান বেলজিয়ান গোলরক্ষক।

উল্টো শেষ মুহূর্তে গোল হজম করে বসে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ৮৯তম মিনিটে ডি-বক্সের ভেতর কামাভিঙ্গার তুলে দেওয়া বলে ভলিতে ইন্টারের জালে বল পাঠিয়ে দেন রদ্রিগো। ৬৫তম মিনিটে লুকাস ভাসকুয়েজের বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

জয় পেলেও গ্রুপে দ্বিতীয় স্থানে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই শাখতার দোনেৎস্ককে ২-০ গোলে হারিয়ে শীর্ষে বসেছে মলদোভার ক্লাব শেরিফ ত্রিসপল।

পরের ম্যাচে রিয়ালের বিপক্ষে লড়তে স্পেন সফরে যাবে শেরিফ। প্রথম পয়েন্টের দেখা পেতে ইউক্রেন সফরে শাখতারের মুখোমুখি হবে ইন্টার।

সেপ্টেম্বর  ১৬.২০২১ at ০৯:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরূ/রারি