চমক রেখে শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চমক রেখেই সবার বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময়সীমা ছিল গত ১০ সেপ্টেম্বর। তবে নির্ধারিত সময়ে চূড়ান্ত দল দেয়নি লঙ্কানরা। দুদিন পর রোববার (১২ সেপ্টেম্বর) দল দিয়েছে তারা।

লঙ্কান দলে চমক নতুন রহস্য স্পিনার মাহেশ থিকশানা। দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হওয়া এই বোলার এরই মধ্যে গড়েছেন রেকর্ড। ২১ বছর বয়সী মাহেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন। এবার বিশ্বকাপ দলেও জায়গা পেলেন।

লঙ্কানদের ১৫ জনের দলে জায়গা পেয়েছেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুশাল পেরেরা। চোটের কারণে ভারতের বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন। এমনকী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেও খেলতে পারেননি তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঠিকই ফিরছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

এদিকে, দলে জায়গা করে নিলেন দিনেশ চান্ডিমালও। বহুদিন তিনি সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে সুযোগ পাচ্ছিলেন না।

এদিকে কপাল পুড়েছে নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকার। কারণ তাদের ওপর বোর্ডের নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণেই স্কোয়াডে জায়গা হয়নি তাদের। এবারের আসরে দলটির নেতৃত্বে থাকবেন দাসুন শানাকা। এর আগে ১৯ জনের স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেখান থেকেই নির্বাচকরা চূড়ান্ত ১৫ জনকে বেছে নিল।

শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা শুরু হবে আগামী ১৮ অক্টোবর। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে তারা। শ্রীলঙ্কার গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের আগে ৭ ও ৯ অক্টোবর ওমানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা।

আরো পড়ুন :
কাজিপুরে সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে সিরাজগঞ্জ ১ আসনের সাংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে ইয়াবা হিরোইন সহ গ্রেফতার ২

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদিপ, দুশমন্থ চামিরা, প্রাভিন জয়াবিক্রমা, লাহিরু মাদুশঙ্কা ও মাহিশ থিকশানা।

সেপ্টেম্বর  ১২.২০২১ at ১৯:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/স/রারি