পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষকে মারপিট, থানায় অভিযোগ

পাইকগাছায় জায়গা জমির বিরোধে শালিস বৈঠক চলাকালে প্রতিপক্ষকে মারপিট করে ফোলা জখম করায় থানায় অভিযোগ হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় গোপালপুর মাঠের পাশে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের সুকুমার সরকারদের সাথে প্রতিপক্ষ দীপক সরকারদের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সোমবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদে শুনানি ছিল। ২০ সেপ্টম্বর নির্বাচন নিয়ে চেয়ারম্যান ব্যস্ত থাকায় ৩০ সেপ্টম্বর পরবর্তী দিন ধার্য্য করা হয়।

কিন্ত দীপকের পক্ষে স্নীয় নির্মল সরকার উত্তজিত হয়ে চেয়ারম্যানকে শালিস করতে চাপ সৃষ্টি করে। যা নিয়ে বাক বিতন্ডা হয়। উভয় পক্ষ গোপালপুর খেলার মাঠের কাছে পৌছালে নির্মল সরকার (ঋষি) সুকুমারকে মারপিট করে ফোলাজখম করে। একারনে সুকুমার বাদী হয়ে থানায় নির্মল সরকার, রিপন সরকার, দীপক সরকার ও বিপ্লব সরকারের নামে থানায় অভিযোগ করেছে।

আরো পড়ুন :
অবাক করা এক যন্ত্র আবিষ্কার করল ভারত
আর্মেনিয়ার জালে ৬ গোল দিয়ে স্বরূপে ফিরল জার্মানি

নির্মল জানায়, জমা-জমি নিয়ে বিরোধের কারনে সুকুমার দীপকদের বাড়ীতে দীপকের ভ্যান প্রবেশে বাঁধা দিচ্ছে। উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

সেপ্টেম্বর  ০৬.২০২১ at ১৭:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/রারি