পেকুয়ায় পুলিশ এসল্ট মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ার মগনামায় পুলিশের ওপর হামলা ও ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী মোজাম্মেল খানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

১ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙ্গামাটি সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মোজাম্মেল খান মগনামা ইউনিয়নের নুইন্যারপাড়া গ্রামের আহমদ কবিরের ছেলে। পেশায় সে আনসার সদস্য।

আরো পড়ুন:
সুনামগঞ্জের ছাতকে পৌর মেয়র-কাউন্সিলর পাল্টাপাল্টি মামলা টপ অফ দা টাউন
ভারতে রহস্যজনক জ্বর, ৫০ শিশুর মৃত্যু

থানা সুত্রে জানায়, ধৃত মোজাম্মেল মগনামায় পুলিশের ওপর হামলা ও চেয়ারম্যানের ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনায় দায়ের করা পৃথক দুইটি মামলার আসামি। যার মামলা নং-১২ ও ১৩/২১ ইং।

এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কানন সরকার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সেপ্টেম্বর ০২.২০২১ at ১৩:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এজ/জআ