অসহায় ও দুঃস্থ যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কক্সবাজারের পেকুয়ার অসহায় ও দুঃস্থ যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২০ আগষ্ট বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে ২০২০-২০২১ অর্থবছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) এর আওতায় এসব সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি শফিউল আলম, মগনামা ইউনিয়ন পরিষদের মহিলা এম ইউপি হামিদা বেগম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফারুক আজাদ, মেহেদী প্রমুখ।

আরো পড়ুন:
তুলসী পাতার উপকারিতা
উপজেলা প্রানী সম্পদের দেওয়া ওষুধ খেয়ে ১১টি ভেড়ার মৃত্যু

এ সময় উপকারভোগীদের উদ্দেশ্য উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন আপনারা যারা আজকে মেশিন পেয়েছেন আপনারা এটি কাজে লাগাবেন। এ মেশিনের উপর আয় করে আপনার পরিবারের খরচ নির্বাহ করতে পারবেন। এমনকি কাপড় সেলাই করে অনেকই স্বাবলম্বী হয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছে বলেই আপনাদের জন্য মেশিন বিতরণের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

আগস্ট ২০.২০২১ at ১৬:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এজ/জআ