লকডাউন না মানাই ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়

সরকার ঘোষিত কঠোর লকডাউনের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিরলসভাবে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে কঠোর লকডাউনের ১২তম দিনেও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ও সরকারি ঘোষণা অনুযায়ী জনসাধারণকে লকডাউন মানাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এ সময় স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। এ সময় মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
গলদা চিংড়ি চাষে বিপ্লব ঘটছে বরেন্দ্র’র মিঠাপানিতে
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ গুরুতর আহত-৩

১২তম দিনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বিস্তার বেড়ে চলেছে। তাই আমরা সরকারি আইন জনগণকে মানাতে ও জনসচেতনতা বৃদ্ধির করণে এ অভিযান পরিচালনা করছি।

আগষ্ট ০৩.২০২১ at ১৯:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/জআ