শিশু ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাইকগাছায় ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

খুলনার পাইকগাছায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় ভূমিহীন সংগঠন, নিজেরা করি ও এলাকাবাসীর পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

যার অনুলিপি উপজেলা চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জকে প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উপজেলার গোপালপুর গ্রামের মো. শরীফ গোলদারের পুত্র মো. মোক্তার গোলদার (৭০) গত ২৩ জুলাই বিকেলে ৪ বছরের শিশু কন্যা খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির ছাদে ডেকে এনে ধর্ষণ করে।

আরো পড়ুন:
দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তা প্রদান
ভুট্টা আত্মসাতে ব্যবহৃত ট্রাক ও প্রতারক আটকে হাতীবান্ধা থানা পুলিশের প্রেস ব্রিফিং

এরপর কান্নারত কন্যা তার মাকে বিষয়টি বললে তিনি থানাপুলিশকে জানায়। থানাপুলিশ ঐদিন মো. মোক্তার গোলদারকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় জিআর- ১৯৬/২০২১ নং মামলা হয়। বর্তমান শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সহ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত মামলার চার্জশিট প্রদানের দাবিতে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, ভুমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল, সহ-সভাপতি সবিতা ঢালী, সম্পাদক রোকেয়া বেগম, সদস্য মধু বালা দাস, নিজেরা করি বিভাগীয় সংগঠক আবুল খায়ের মজনু, উপকেন্দ্র প্রতিনিধি রিনা মন্ডল, কর্মী লিপন সরকার, অনামিকা মন্ডল, ফাতেমা খাতুন, মাহাবুবর রহমান, জিএম রাজু, ভিকটিমের পিতা-মাতা সহ এলাকাবাসী।

আগষ্ট ০১.২০২১ at  ১৯:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জআ