নাইক্ষ্যংছড়ি বিজিবির হতে ৯৫৮০ ইয়াবা একটি ডাম্পারসহ আটক-২

নাইক্ষ্যংছড়ি বিজিবির হতে ৯৫৮০ ইয়াবা একটি ডাম্পারসহ আটক-২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে ফের ৯ হাজার ৫শ ৮০ পিচ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়, এসময় আরো এক ব্যক্তি পালিয়ে যায়। রবিবার (২৫ জুলাই) রাতে বিজিবি’র নায়ক সুবেদার লতিফ মোল্লার নেতৃত্বে বিজিবি জোয়ানরা উপজেলার সোনাইছড়ির বড়তলী নামক স্থান হতে কায়েম উদ্দীন (২৪), পিতা আব্দুর রহিম,রশিদ আহাম্মদ (৪৯) পিতা মৃত মতিউর রহমান কে একটি ডাম্পার গাড়িসহ আটক করেন। আটকের পর তল্লাশি করে তাদের কাছ থেকে ৯৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ ৭৪ হাজার টাকা। গাড়ির মূল্য ৩০ লক্ষ টাকা। সোমবার ২৬ জুলাই উদ্ধারকৃত ইয়াবাসহ গাড়িটি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করেন।

আরো পড়ুন:
রামেক হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু
রাজশাহী মহানগরীতে ১১ জুয়ারি আটক

বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আজিজ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

জুলাই ২৭.২০২১ at ১৪:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএ/এইচআর