ভয়াবহ বন্যায় পশ্চিম ইউরোপে ৫৪ মৃত্যু

পশ্চিম ইউরোপে তীব্র বন্যায় কমপক্ষে ৫৪ জন মারা গেছে। বিশেষজ্ঞরা এটিকে এক শতাব্দীর সবচেয়ে বড় বন্যা হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সিএনএনের খবরে বলা হয়, জার্মানির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বন্যার ফলে ৭০ জন নিখোঁজ রয়েছে। বন্যায় জার্মানিতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে ৪৯ জন মারা গেছে। আর বেলজিয়ামে মারা গেছে ছয়জন। বন্যায় লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জার্মান আবহাওয়া সার্ভিসের মুখপাত্র আন্দ্রেস ফ্রেডরিচ সিএনএনকে বলেছেন, কিছু কিছু অঞ্চলে আমরা ১০০ বছরেও এত বেশি বৃষ্টিপাত দেখিনি। কিছু অঞ্চলে আমরা দ্বিগুণেরও বেশি পরিমাণ বৃষ্টিপাত দেখেছি যা বন্যার কারণ হয়েছে। দুর্ভাগ্যক্রমে কিছু বিল্ডিং কাঠামো ধসে গেছে।

আরো পড়ুন:
লালপুরে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
চৌগাছায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ বাংলাদেশি নাগরিক আটক

জার্মান জাতীয় আবহাওয়া পরিষেবা (ডিডব্লিউডি) জানিয়েছে, নিম্নচাপের ফলে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এটি ঘটছে। এর ফলে বায়ু উষ্ণ হচ্ছে এবং উষ্ণ বায়ু আরও বেশি জলীয় বাষ্প ধরে রাখার ফলে প্রবল বর্ষণ হচ্ছে।

জুলাই,১৬.২০২১ at ০৯:৪২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর