মতলব উত্তরে গৃহবধুর জুলান্ত লাশ উদ্ধার

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামের ফকীর বাড়ীতে ইয়াছমিন আক্তার শান্তা (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ।

বুধবার ১৪ জুলাই আনুমানিক ভোর ৬টার সময় রশি দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন বলে মেয়ের শশুর আয়নাল হক ফকির জানান ।

নিহতের পিতা মজিব সরকার বলেন,আমার মেয়েকে পুর্ব পরিকল্পিতভাবে মেরে ফ্যানের সাথে জুলিয়ে রাখা হয়েছে ৷ মেয়ের ভাই ফয়সাল বলেন,চার বছর পুর্বে আমার বোন ইয়াছমিন আক্তার শান্তাকে উত্তর সরদারকান্দি গ্রামের আয়নাল হক ফকিরের ছেলে আমিনের সাথে বিয়ে হয় বিয়ের পর থেকে তার জামাই আমিন, দেবর মাইনুদ্দিন, দেবর নাছির উদ্দিন, ননদ শ্যামলি আক্তারসহ তাদের পরিবারের সকলে মিলে প্রায় সমায় আমার বোনকে নানা ভাবে নির্যাতন করতেন ৷ তারা আমার বোনকে মেৱে ফ্যানের সাথে জুলিয়ে রেখেছে আমার বোন আত্মাহত্যা করে নাই ৷ তাকে হত করা হয়েছে ৷

মেয়ের শশুর আয়নাল ফকির বলেন, আমি ফজরের নামাজ পড়ে ঘরের দরজা ভিতর দিয়ে লাগানো দেখি । কিন্তু আমার ছেলের বউকে দেখতে পারছি না। অনেক্ষন ধাক্কাধাক্কি করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকছি। পরে দেখি রশি দিয়ে ফ্যানের সাথে আমিনের বউ আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, আমার ছেলে আমিন সিরাজগঞ্জে একটি জাহাজে চাকুরি করে। তার সাথে বেশ ভাল সম্পর্ক ছিল, কোন জগড়া বিবাদ ছিল না। কেন যে সে আত্মাহত্যা করল। কিছু বুজতে পারছি না।

আরো পড়ুন:
নয়ারহাটে ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চাঁচড়ায় এমপি নাবিলের পক্ষে খাদ্য সামগ্রি দিলেন শ্রমিক নেতা পান্নু

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ও ওসি (তদন্ত) মো. মাসুদ বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ৷ ময়নাতদন্তের জন্য লাশ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট আসলে সত্যিটা জানা যাবে।

জুলাই,১৪.২০২১ at :১৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর